দেশের ৯০ শতাংশ মানুষ বিদ্যুৎ পাচ্ছে। আর ১৬ হাজার মেগাওয়াট বিদ্যুৎউৎপাদন করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার রাজধানীর ওসমানী মিলনায়তনে স্বাধীনতা পুরস্কার-২০১৮ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, দেশের বিভিন্ন স্তরে অবদানের জন্য যাদের পুরস্কৃত করা হলো আমার বিশ্বাস তারা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রধানমন্ত্রী বলেন, আমরা এবার ১৮ জনকে স্বাধীনতা পুরস্কার দিয়েছি। এই পুরস্কারের মধ্য দিয়ে দেশের মানুষ উন্নয়নের কাজে উদ্বুদ্ধ হবে এবং দেশর অগ্রগতি ত্বরান্বিত হবে।
একেএ/এমআর