দেশের বাজারে বুধবার ৬ ডিসেম্বর আইফোন এক্স আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করা হবে। ক্রেতারা এটি কিনতে পারবেন ৭ ডিসেম্বর থেকে।
দেশে আইফোনের একমাত্র পরিবেশক কম্পুস্টার প্রাইভেট লিমিটেড। প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামীকাল রাজধানীর একটি হোটেলে আইফোন এক্স অনুষ্ঠানিকভাবে অবমুক্ত করা হবে। এজন্য তথ্যপ্রযুক্তি সাংবাদিকদের নিমন্ত্রণ পত্র পাঠিয়েছে প্রতিষ্ঠানটি।
অনুষ্ঠানে অ্যাপলের শীর্ষ পর্যায়ের প্রতিনিধি থাকার কথা রয়েছে।
নতুন আইফোন ‘এক্স’মডেলে আছে ৫.৮ ইঞ্চির ওএলইডি মাল্টি টাচ। এতে ‘এজ-টু-এজ’ ডিসপ্লে। অথার্ৎ এটি বেজেলবিহীন। ডিসপ্লের রেজুলেশন ২৪৩৬*১১২৫।
দু’টি ভার্সনে পাওয়া যাবে আইফোনের নতুন মডেলটি। একটিতে ইন্টারনাল স্টোরেজ ৬৪ জিবি এবং অন্যটিতে ২৫৬ জিবি।
ফোনটিতে ডুয়েল ১২ মেগাপিক্সেল ‘ট্রু ডেপথ’ ব্যাক ক্যামেরা এবং ৭ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে। পোট্রেট মোডে সেলফি তোলা যাবে ফ্রন্ট ক্যামেরা দিয়ে। ওয়াইড অ্যাঙ্গেল এবং টেলিফোটো ব্যাক ক্যামেরার সঙ্গে পাবেন ১০ এক্স ডিজিটাল জুম এবং ৬ এক্স ভিডিও জুম।
ফেস আইডি, থ্রিডি ফেসিয়াল রেকগনিশন টেকনোলজি রয়েছে এই ফোনে। যা শুধুমাত্র ফোন আনলক করতেই নয়, ব্যবহার করা যাবে অনলাইন পেমেন্ট, ব্যাংকিংয়ের ক্ষেত্রেও।
ফোনটিতে রয়েছে ওয়্যারলেস চার্জিং টেকনোলজিও। কোনও হোমবাটন নেই আইফোন এক্স-এ। এটি সম্পূর্ণভাবে ওয়াটার ও ডাস্টপ্রুফ।
আপনার সাধের ফোনটিকে সাজাতে ফোনের সঙ্গে কিনতে পারেন নানা অ্যাকসেসরিজও। ইন-হাউস ডিজাইন লেদার ও সিলিকন কেস কিনতে পারেন।
আজকের বাজার: আরআর/ ০৫ ডিসেম্বর ২০১৭