যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বোমা বিস্ফোরণ ঘটনায় গ্রেপ্তার হওয়া বাংলাদেশি নাগরিক আকায়েদ উল্লাহার দেশে জঙ্গি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি।
বুধবার ১৩ ডিসেম্বর রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইমের প্রধান মনিরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, আকায়েদ উল্লাহর এ দেশের কোনো জঙ্গি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার প্রমাণ এখন পর্যন্ত মেলেনি। তবে যুক্তরাষ্ট্রে যাওয়ার পর ইন্টারনেটের মাধ্যমে তিনি জঙ্গি কর্মকাণ্ডে জড়িত হতে পারেন।
তিনি বলেন, বাংলাদেশের একজন নাগরিকের এমন কর্মকাণ্ড দুশ্চিন্তার বিষয়। তাই এই ঘটনা অধিক গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
আকায়েদ উল্ল্যাহ ২০১১ সালের ২১ ফেব্রুয়ারি অভিবাসন ভিসায় যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। তিনি যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারী বৈধ স্থায়ী মার্কিন বাসিন্দা।
স্থানীয় সময় গত সোমবার সকালে অফিসগামী যাত্রীদের ব্যস্ততার মধ্যে টাইম স্কয়ার সাবওয়ে স্টেশন থেকে ম্যানহাটনের পোর্ট অথরিটি বাস টার্মিনালে যাওয়ার সংকীর্ণ ভূগর্ভস্থ পথে নিজের শরীরে বাঁধা ওই ‘পাইপ বোমায়’ বিস্ফোরণ ঘটান আকায়েদ।
বোমাটি ঠিকমত বিস্ফোরিত না হওয়ায় প্রাণে বেঁচে গেলেও গুরুতর আহত হন আকায়েদ। তার বিস্ফারণে আহত হন তিন পুলিশ সদস্য।
আজকের বাজার:এলকে/১৩ ডিসেম্বর ২০১৭