দেশে আজ কোভিড-১৯ এ মৃত্যু ৮০: নতুন আক্রান্ত ৩,৪৩৬

TOPSHOT - Bodies are moved to a refrigeration truck serving as a temporary morgue at Wyckoff Hospital in the Borough of Brooklyn on April 6, 2020 in New York. - New York Governor Andrew Cuomo on Monday extended a shutdown in the epicenter of America's deadly coronavirus pandemic until near the end of the month. Cuomo said the COVID-19 death rate in New York was "effectively flat" for the past two days but announced that schools and non-essential businesses must stay shut until April 29. (Photo by Bryan R. Smith / AFP) (Photo by BRYAN R. SMITH/AFP via Getty Images)

দেশে গত ২৪ ঘন্টায় কোভিড-১৯ এ ৮০ জনের মৃত্যু হয়েছে। গতকালের চেয়ে আজ ৩৭ জন কম মারা গেছেন। গতকাল ১১৭ জন মারা গিয়েছিল। আজ মৃতদের মধ্যে পুরুষ ৪১ ও নারী ৩৯ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ৯২৬ জনে। এদিকে আজ নতুন আক্রান্ত ৩ হাজার ৪৩৬ জন।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর জানায়, করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৭৪ শতাংশ। গত ২৬ আগস্ট থেকে মৃত্যুর একই হার বিদ্যমান রয়েছে। এখন পর্যন্ত যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১৬ হাজার ৮৫৭ জন, ৬৫ দশমিক ০২ শতাংশ এবং নারী ৯ হাজার ৬৯ জন, ৩৪ দশমিক ৯৮ শতাংশ।

গত ২৪ ঘন্টায় মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৩১ থেকে ৪০ বছর বয়সী ২ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ১২ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ২৩ জন, ৬১ থেকে ৭০ বছর বয়সী ২৭ জন, ৭১ থেকে ৮০ বছর বয়সী ১৩ জন এবং ৮১ থেকে ৯০ বছর বয়সী ৩ জন। মৃতদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৩৪ জন, চট্টগ্রাম বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ ২১ জন, রাজশাহী বিভাগে ১ জন, খুলনা বিভাগে ৯ জন, বরিশাল বিভাগে ৪ জন, সিলেট বিভাগে ৬ জন, রংপুর বিভাগে ৩ জন এবং ময়মনসিংহ ২ জন রয়েছে। এদের মধ্যে ৬৬ জন সরকারি, ১২ জন বেসরকারি হাসপাতালে এবং ২ জন বাসায় মারা গেছেন।

বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘন্টায় ২৫ হাজার ১২৯ জনের নমুনা পরীক্ষায় ৩ হাজার ৪৩৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। গতকাল ২৭ হাজার ৫৭৮ জনের নমুনা পরীক্ষায় ৩ হাজার ৫২৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল। গতকালের চেয়ে আজ ৮৯ জন কম শনাক্ত হয়েছে।

দেশে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৬৭ শতাংশ। আগের দিন এই হার ছিল ১২ দশমিক ৭৮ শতাংশ। গতকালের চেয়ে আজ শনাক্তের হার দশমিক ৮৯ শতাংশ বেশি।

এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) ২৪ ঘন্টায় ১৪ হাজার ৭৫৬ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ২ হাজার ৩৫ জন। ঢাকায় শনাক্তের হার ১৩ দশমিক ৭৮ শতাংশ। গতকাল এই জেলায় ১০ হাজার ৭৪৮ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ৮৬৮ জন। যা ৮ দশমিক ০৭ শতাংশ। এই জেলায় গত ২৪ ঘন্টায় মারা গেছেন ২৫ জন। গতকালও ২৫ জন মারা গিয়েছিল। স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে এ পর্যন্ত মোট ৮৮ লাখ ৪১ হাজার ৪৭২ জনের নমুনা পরীক্ষায় ১৪ লাখ ৮৯ হাজার ৫৮৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৮৫ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৪ হাজার ৮৬১ জন। গতকাল সুস্থ হয়েছিলেন ৬ হাজার ৪৮৫ জন। গতকালের চেয়ে আজ ১ হাজার ৬২৪ জন কম সুস্থ হয়েছেন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪ লাখ ৯ হাজার ২৩১ জন। আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৪ দশমিক ৬১ শতাংশ। গতকাল এই হার ছিল ৯৪ দশমিক ৫০ শতাংশ। গতকালের চেয়ে আজ সুস্থতার হার দশমিক ১১ শতাংশ বেশি।

করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৪ হাজার ৬৫২ জনের। আগের দিন নমুনা সংগ্রহ করা হয়েছিল ২৭ হাজার ২৯৪ জনের। গতকালের চেয়ে আজ ২ হাজার ৬৪২ টি নমুনা কম সংগ্রহ হয়েছে। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে ২৫ হাজার ১২৯ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ২৭ হাজার ৫৭৮ জনের। গতকালের চেয়ে আজ ২ হাজার ৪৪৯ টি নমুনা কম নমুনা পরীক্ষা হয়েছে। তথ‌্য-বাসস

আজকের বাজার/আখনূর রহমান