বাংলাদেশে ইলেকট্রিক গাড়ি সংযোজনের কারখানা স্থাপনের জন্য যৌথ কোম্পানি প্রতিষ্ঠায় কসমস গ্লোবাল রিসোর্সেস প্রাইভেট লিমিডেট (কসমস)-এর সাথে সমঝোতা স্মারক সই করেছে জাপান ভিত্তিক স্মার্ট এনার্জি সলিউশনস প্রতিষ্ঠান থ্রিডিওএম ইনকরপোরেশন।
দেশে ছোট ইলেকট্রিক যান সংযোজনের পাশাপাশি থ্রিডিওএম এবং কসমসের যৌথ প্রতিষ্ঠানটির লক্ষ্য রয়েছে ইলেকট্রিক গাড়ি ভাড়া দেয়ার সেবা চালুর জন্য একটি কোম্পানি চালু ও পরিচালনা করা।
কসমস গ্লোবাল রিসোর্সেস, সিঙ্গাপুর-এর গ্রুপ প্রেসিডেন্ট এবং সিইও এনায়েতুল্লাহ খান এবং থ্রিডিওএম সিঙ্গাপুরের গ্রুপ প্রেসিডেন্ট এবং সিইও অ্যান্ড্রু উইলিয়াম খাইন নিজ নিজ প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্মারকে সই করেন।