দেশে গত ২৪ ঘণ্টায় ১৭৬৪ জন করোনা শনাক্ত হয়েছে। আর করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ২৮ জন। এ নিয়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৬১০ জন। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪৪,৬০৮ জন।
দেশে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৯৯৮৭ টি। নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪৪৩ টি। সর্বমোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২৯৭০৫৪ টি।
আজ শনিবার দুপুরে করোনার সর্বশেষ অবস্থা নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।
এর আগে, গতকাল শুক্রবার দেশে একদিনে রেকর্ড ২ হাজার ৫২৩ জন করোনা রোগী শনাক্ত হয়। করোনা আক্রান্ত হয়ে মারা যান আরও ২৩ জন।
গত ২ ফেব্রুয়ারি থেকে দেশে করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা শুরু করে। ৮ মার্চ দেশে প্রথম রোগী শনাক্ত হয়।