দেশে এ বছর ডেঙ্গু আক্রান্ত রোগী ৬৫০ ছাড়াল

দেশে চলতি বছরের জানুয়ারি থেকে সোমবার পর্যন্ত এডিশ মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীর সংখ্যা ৬৫০ ছাড়িয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্যমতে, চলতি বছরের ১ জানয়ারি থেকে এ পর্যন্ত ৬৫২ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৬০৬ জন ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

এদিকে সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন ১০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে অধিদপ্তরের পক্ষ থেকে নিয়মিত ডেঙ্গু সংক্রান্ত আপডেটে জানানো হয়েছে।

নতুন আক্রান্তদের মধ্যে ঢাকায় ভর্তি হয়েছেন আটজন এবং দুইজন ঢাকার বাইরে।

দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৪২ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে ৪০ জনই ঢাকায়।

ডেঙ্গু সন্দেহে এখন পর্যন্ত চারটি মৃত্যুর তথ্য রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) প্রেরণ করা হয়েছে।

আইইডিসিআর দুটি ঘটনার পর্যালোচনা সমাপ্ত করে একটি মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে।

গত বছর দেশে ডেঙ্গুর ভয়াবহ প্রাদুর্ভাব দেখা দেয় এবং সরকারি পরিসংখ্যান অনুসারে মশাবাহিত এ রোগে তখন ১৭৯ জন মারা যান।