দেশে করোনার ভয়াবহতা বাড়বে ১৫ এপ্রিল থেকে

দেশে করোনার ভয়াবহতা বাড়বে আগামী ১৫ এপ্রিল থেকে। কার্যকর পদক্ষেপ এবং মানুষ নিয়ম-নীতি না মানলে, আক্রান্ত হতে পারেন ৫-২০ লাখ লোক। এমন শঙ্কা বিশেষজ্ঞদের। স্বাস্থ্য সচিব জানান, সংক্রমণের তৃতীয় ধাপে রয়েছে দেশ। যা এ মাসেই চতুর্থ ধাপে চলে যেতে পারে। বৈশ্বিক এ মহামারি মোকাবিলায় সমন্বিত পদক্ষেপ নিয়েছে, সরকার। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক এবিএম আব্দুল্লাহর মতে, এই মুহূর্তে সবার আগে প্রয়োজন, ব্যক্তিকেন্দ্রিক সতর্কতা।
চীনের উহান থেকে ছড়ানো নভেল করোনাভাইরাসের কাছে আজ বড্ড অসহায় গোটা বিশ্ব। প্রতিদিনই প্রাণ যাচ্ছে হাজারো মানুষের।

এর ছোবলে দিশেহারা ইউরোপ-আমেরিকাবাসী। বিশেষজ্ঞদের ধারণা, সপ্তাখানেক বাদেই ভয়বহতার রূপ দেখবে বাংলাদেশও।

আজকের বাজার/ লুৎফর রহমান