দেশে করোনায় আক্রান্ত আরও ২ জন

দেশে আরও দুইজন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন, স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

আজ মঙ্গলবার (১৭ মার্চ) রাজধানীর মহাখালীতে করোনাভাইরাস-সংক্রান্ত নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০ জনে। এর আগে দেশে মোট ৮ জন আক্রান্তের খবর পাওয়া যায়।

আজকের বাজার / এ.এ