দেশে করোনায় মৃত্যু ২৭ হাজার ছাড়াল

দেশে কমেছে করোনায় মৃত্যুর সংখ্যা তবে বেড়েছে শনাক্তের সংখ্যা। গেল ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ৩৫ জনের মৃত্যু হয়েছে। এসময় করোনা শনাক্ত হয়েছে দুই হাজার ৭৪ জনের। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো তথ্য অনুযায়ী, নতুন মৃত্যুসহ দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাড়িয়েছে ২৭ হাজার সাত জনে। আর এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৩৪ হাজার ৪৪০ জনে।

সর্বশেষ ২৪ ঘণ্টায় ৩১ হাজার ৭২৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এসময় শনাক্তের হার ৬.৫৪ শতাংশ। দেশে মৃত্যুর হার ১.৭৬ শতাংশ। এই পর্যন্ত সুস্থ হয়েছে ১৪ লাখ ৮৬ হাজার ৬৬৮ জন। দেশে সুস্থতার হার ৯৬.৮৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ১৫ জন, খুলনা বিভাগে চার জন, চট্টগ্রামে আট জন,বরিশালে দুই জন, সিলেটে দুই জন ও রাজশাহীতে চার জন মারা গেছেন। খবর-ইউএনবি

আজকের বাজার/আখনূর রহমান