কয়েকদিনের মধ্যেই কমে আসবে করোনা সংক্রমণের হার, আশা প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. এবিএম আবদুল্লাহর। তবে শারীরিক ও সামাজিক বিচ্ছিন্ন কর্মসূচি কঠোরভাবে মেনে চলার পরামর্শ তার। জানিয়েছেন, ভারতের সাথে সামঞ্জস্য রেখে আরো কিছুটা বাড়তে পারে লকডাউনের মেয়াদ।
দেশে প্রতিদিনই বাড়ছে করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। থামেনি দেশের বিভিন্ন জেলায় সর্দি-জ্বর, শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে মৃত্যুও। এমন বাস্তবতায় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. এবিএম আবদুল্লাহ জানালেন, অসর্তকতার কারণে দেশের আনাচে কানাচে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা উড়িয়ে দেয়া যায় না।
ক্ষোভ জানালেন করোনা উপসর্গ নিয়ে ভয়ে এলাকা থেকে পালানোর মতো ঘটনায়। তবে আশার কথাও শোনালেন একুশে পদকপ্রাপ্ত এই চিকিৎসক। তার মতে, সামাজিক বিচ্ছিন্ন কর্মসূচি আরো কঠোর করতেই সারাদেশে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এই মুহূর্তে শুধু সামাজিক নয় শারীরিক দূরত্ব বজায় রাখারও পরামর্শ প্রখ্যাত এই মেডিসিন বিশেষজ্ঞের।