মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ২১ জন মারা গেছেন। এর মধ্যে ঢাকা জেলাতে সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন।
মঙ্গলবার (২৬ মে ) মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, মারা যাওয়া ২১ জনের মধ্যে ঢাকা সিটিতে তিনজন, ঢাকা জেলায় ৭ জন রয়েছেন। এছাড়া মুন্সিগঞ্জ, নরসিংদী, মানিকগঞ্জ, গাজীপুর, কক্সবাজার, পিরোজপুর ও ঝালকাঠিতে একজন করে মারা গেছেন। চট্টগ্রাম ও কুমিল্লায় দুইজন করে মারা গেছেন।
এদিকে এ পর্যন্ত দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ৫২২ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১ হাজার ১৬৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা ৩৬ হাজার ৭৫১ জনে দাঁড়িয়েছে।