বাংলাদেশের সড়কে দুর্ঘটনা নয়, হত্যাকাণ্ড হচ্ছে বলে মন্তব্য করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটির অভিযোগ, রাজধানীর ৮৭ ভাগ বাস-মিনিবাস সড়কে নৈরাজ্য চালাচ্ছে। এছাড়া সড়ক দুর্ঘটনায় দেশে প্রতিদিন গড়ে ৬৪ জন মানুষ নিহত হচ্ছেন।
আজ শনিবার দুপুরে রাজধানীর প্রেসক্লাবে ‘সড়কে নৈরাজ্য ও অব্যবস্থাপনা উত্তরণের উপায়’ শীর্ষক গোলটেবিল আলোচনায় এসব তথ্য উঠে আসে।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, সড়কে অব্যবস্থাপনার পেছনে প্রধান কারণ মধ্যসত্বভোগীদের দৌরাত্ম। রেল ও নৌপথে বিনিয়োগ না হওয়া এবং দাতাগোষ্ঠীর আগ্রহ কম হওয়ায় সড়কে চাপ বাড়ছে। এছাড়া চালকদের কর্মঘণ্টার নির্দিষ্ট নীতিমালা না থাকা দুর্ঘটনার আরেকটি কারণ বলে উল্লেখ করেন তারা।
সভায় জানানো হয়, দেশে নিবন্ধিত যানবাহনের সংখ্যা ৩১ লাখ। অনিবন্ধিত ও ভুয়া নামধারী যানবাহনের সংখ্যা ৫০ লাখ ছাড়িয়েছে। যার মধ্যে ৭২ শতাংশ ফিটনেসের অযোগ্য। সমিতির সমীক্ষা মতে, সারা দেশে ৭০ লাখ চালকের মধ্যে বিআরটিএ’র লাইসেন্স আছে মাত্র ১৬ লাখ চালকের।
এছাড়া রাজধানীতে প্রায় ৮৭ শতাংশ বাস-মিনিবাস রয়েছে যারা ট্রাফিক আইন লঙ্ঘন করে বেপরোয়াভাবে চলাচল করে। সমিতির দুর্ঘটনা পর্যবেক্ষণ সেলের তথ্যমতে, চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিলের ২০ তারিখ পর্যন্ত দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে এক হাজার ৭৭৯টি। এসব দুর্ঘটনায় নিহত হয়েছেন এক হাজার ৮৪১ জন ও আহত হয়েছেন পাঁচ হাজার ৪৭৭ জন। আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন ২৮৮ জন।
আলোচনা সভায় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, প্রতিদিন বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ঝরছে ৬৪টি তাজা প্রাণ। আহত ও পঙ্গুত্ববরণ করছেন দেড়শ’র বেশি মানুষ। আমরা এসব দুর্ঘটনাকে দুর্ঘটনা নয় এগুলোকে আমরা পরিকল্পিত হত্যাকাণ্ড বলতে চাই। সভায় বাস নৈরাজ্যরোধে দশটি সুপারিশনামা তুলে ধরে বাংলাদেশে যাত্রী কল্যাণ সমিতি।
সভায় আরো উপস্থিত ছিলেন, নগর পরিকল্পনাবিদ স্থপতি মোবাশ্বের হোসেন, বুয়েটের অধ্যাপক মাহবুব আলম তালুকদার, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্য প্রমুখ।
এস/