করোনার চিকিৎসা সরঞ্জামসহ চীনের বিশেষ বিমানটি ইতোমধ্যেই ঢাকায় অবতরণ করেছে।
আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। এই কনসাইনমেন্টে ১০ হাজার টেস্ট কিট, ১০ হাজার মেডিকেল প্রটেক্টিভ ক্লথিং, এক হাজার ইনফারেট থার্মোমিটার আছে বলে জানা গেছে।
স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের কাছে এসব স্বাস্থ্য সরঞ্জাম হস্তান্তর করা হয়।বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং এ সহায়তা নিতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন। তার সঙ্গে ছিলেন, বাংলাদেশে চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন এবং কাউন্সেলর ইয়ান হুয়ালং।
আজকের বাজার / এ.এ