দেশে প্রথমবারের মতো ফারসি ভাষার ‘আইইএলটিএস’ খ্যাত ‘সামফা’ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে বুধবার এ পরীক্ষা হয়।
ইরানে প্রতিবছর তিনবার সামফা পরীক্ষা হয়। তবে এবার প্রথমবারের মতো ইরানের বাইরে বাংলাদেশ, তুরস্ক ও জর্জিয়াতে এ পরীক্ষা হচ্ছে।
বাংলাদেশে ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২৮ জন শিক্ষার্থী সামফা পরীক্ষায় অংশ নেন।
পরীক্ষা শুরুর আগে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মাদ রেজা নাফার।
তিনি বলেন, এ উপমহাদেশে প্রায় ৭০০ বছর ধরে ফারসি ভাষা প্রচলিত। ফারসি ভাষার অনেক শব্দ বাংলা ভাষায় প্রবেশ করেছে।
সামফা পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে ফারসি ভাষার দক্ষ শিক্ষক ও গবেষক বেরিয়ে আসবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রদূত।
ইরান দূতাবাসের কালচার কাউন্সিলর ড. হোসাইনি ফায়েক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম সরকার ও অধ্যাপক মোহাম্মাদ আরিফ বিল্লাহসহ বিভাগের অন্য শিক্ষকরা এ সময় উপস্থিত ছিলেন।তথ্য-ইউএনবি
আজকের বাজার/এমএইচ