ইনজুরির কারণে দক্ষিণ আফ্রিকা সিরিজের বাকি ম্যাচগুলো খেলছেন না তামিম ইকবাল।
২২ অক্টোবর রবিবার দেশে ফেরার কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের এ ওপেনারের।
দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তামিমের পরিবর্তে স্কোয়াডে এসেছেন ব্যাটসম্যান মুমিনুল হক।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, ‘ওয়ানডে দলের সঙ্গে মুমিনুল হক রয়েছে। সে দলের সঙ্গেই থাকবে। টি-টোয়েন্টি সিরিজে তামিমের জায়গায় সে দলে ঢুকবে।’
২২ অক্টোবর রবিবার ইস্ট লন্ডনে বাংলাদেশ সময় দুপুর দুইটায় অনুষ্ঠিত হবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ। ২৬ ও ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে দুই ম্যাচ সিরিজের টি-টোয়েন্টি ম্যাচগুলো।
দক্ষিণ আফ্রিকা সফরে প্রস্তুতি ম্যাচে খেলার সময় বাঁ উরুর মাংসপেশিতে ইনজুরিতে পড়েন তামিম। প্রথম টেস্টে খেললেও দ্বিতীয় টেস্ট ও প্রথম ওয়ানডেতে খেলতে পারেননি এ টাইগার ওপেনার।
আজকের বাজার : এমএম / ২১ অক্টোবর ২০১৭