দেশে ফিরছেন সাকিব

আঙুলের চোট অনেকটা সারলেও মাঠে নামার জন্য এখনও ফিট নন সাকিব আল হাসান। ইনজুরি কাটাতে উন্নত চিকিৎসা নিয়েছেন অস্ট্রেলিয়ায়। রোববার তার দেশে ফেরার কথা রয়েছে।

সাকিবের দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী। তিনি জানান, ‘আমার জানা মতে আজই সাকিবের দেশে ফেরার কথা রয়েছে। অস্ট্রেলিয়ায় তার চিকিৎসা শেষ। অজি ডাক্তাররা তার আঙুলের ক্ষত সারাতে একটি ইনজেকশন দিয়েছেন।’

সাকিবের ইনজুরি প্রসঙ্গে দেবাশীস বলেন, ডাক্তাররা বলছেন, আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে সাকিবের ক্ষত পুরোপুরি সেরে যাবে। তখনই সে মাঠে ফিরতে পারবে।’

এদিকে ইনজুরি নিয়েই গত ৬ মার্চ  দলের সাথে যোগ দিতে শ্রীলঙ্কা যান সাকিব। সেখানে দুই দিন থাকার পর চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। সেখান থেকেই আজ সাকিবের দেশে ফেরার কথা রয়েছে।

এমআর/