দেশে ফিরলেন রাষ্ট্রপতি

তাজিকিস্তান ও উজবেকিস্তানে সাত দিনের রাষ্ট্রীয় সফর শেষে বৃহস্পতিবার দেশে ফিরেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

রাষ্ট্রপতিকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট রাত ১১টা ২৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এ সময় বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানাতে আইনমন্ত্রী আনিসুল হক, কূটনৈতিক কোরের ডিন, তিন বাহিনীর প্রধান, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয়), স্বরাষ্ট্র সচিব, আইজিপি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে কনফারেন্স অন ইন্টারেকশন অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং মেজার্স ইন এশিয়ার (সিআইসিএ) পঞ্চম সম্মেলন এবং উজবেকিস্তানে আরেকটি অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য রাষ্ট্রপতি হামিদ ১৩ জুন ঢাকা ত্যাগ করেছিলেন।