অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার মরদেহ যুক্তরাষ্ট্র থেকে বৃহস্পতিবার সকালে দেশে ফিরেছে।
বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইং সদস্য শায়েরুল কবির খান জানান, খোকার মরদেহ বহনকারী এমিরেটস এয়ারলাইনের একটি বিমান সকাল ৮টা ২৮ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে দলের পক্ষ থেকে খোকার মরদেহ গ্রহণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও ইকবাল মাহমুদ টুকু।
প্রসঙ্গত, সাবেক মন্ত্রী খোকা নিউইয়র্কের মেমোরিয়াল স্লোয়ান ক্যাটারিং ক্যান্সার সেন্টারে বাংলাদেশ সময় সোমবার দুপুর ১টা ৫০ মিনিটের দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৬৭ বছর।ইউএনবি
আজকের বাজার/লুৎফর রহমান