ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস বিশ্বকাপে ভক্তদের প্রত্যাশা অনুযায়ী শুরু করেছিল টাইগাররা। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করা টাইগারদের প্রাথমিক লক্ষ্য ছিল সেমিফাইনাল।
কিন্তু সেই লক্ষ্য পূরণ হয়নি। ৯ ম্যাচের মধ্যে ৩টিতে জয় এবং ১টি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় পয়েন্ট টেবিলে ৮ম স্থানে থেকেই শেষ হয় বিশ্বকাপ মিশন।
রবিবার দেশে ফিরেছেন ক্রিকেটাররা। দেশে ফিরেই ভক্তদের প্রত্যাশা পূরণ করতে না পারার দায়ভার নিজের কাঁধে নিয়েছেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বিকেলে বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
দলের পারফরম্যান্স নিয়ে সমালোচনায় মাথা ঘামাচ্ছেন না জানিয়ে টাইগার অধিনায়ক বলেন, ‘সমালোচনা হয়ই, এটা স্বাভাবিক। এত বড় টুর্নামেন্টের পর সমালোচনা হতেই পারে। আমরা যদি আরেকটু ভালো করতাম, তাহলে হয়তো ভিন্ন কিছু হতো।’
বিকাল ৫টা ১৮ মিনিটে টাইগারদের বহনকারী ইমিরেটস ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে। সাকিব আল হাসান, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ এবং লিটন দাস ব্যক্তিগত কারণে দলের সাথে দেশে ফেরেননি।
আজকের বাজার/লুৎফর