দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

ইতালির রোম ও ভ্যাটিকান সিটিতে চার দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে তাকে বহনকারী ইতিহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইটঅবতরণ করে।

রোম থেকে প্রধানমন্ত্রী আবুধাবিতে পৌঁছে সেখানে যাত্রাবিরতি করেন। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাতে তার ঢাকা পৌঁছানোর কথা থাকলেও যাত্রাবিরতি বাড়ানো হয়।

আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (ইফাদ) প্রেসিডেন্ট গিলবার্ট ফাউসন হোউংবোর আমন্ত্রণে রোমে সংস্থাটির ৪১তম গভর্নিং কাউন্সিলে যোগ দিতে এবং পোপ ফ্রান্সিসের আমন্ত্রণে ভ্যাটিকান সিটি সফরে গত ১১ ফেব্রুয়ারি সকালে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী ও তার সঙ্গীরা।

আজকের বাজার : আরএম/১৮ ফেব্রুয়ারি ২০১৮