দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

তিন দিনের অস্ট্রেলিয়া সফর শেষে দেশে পৌঁছেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার রাত ১২ টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীদের বহনকারী একটি থাই এয়ারওয়েজ অবতরণ করে।

এর আগে বৃহস্পতিবার বিশ্ব নারী সম্মেলনে (গ্লোবাল সামিট অন উইমেন) যোগদান করতে অস্টেলিয়া যান প্রধানমন্ত্রী। সম্মেলনে তাঁকে মর্যাদাপূর্ণ ‘গ্লোবাল উইমেন লিডারশিপ এওয়ার্ড-২০১৮’ তে ভূষিত করা হয়েছে।

প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীদের নিয়ে থাই এয়ারওয়েজের বিমানটি রোববার স্থানীয় সময় বিকেল ৪টায় (বাংলাদেশ সময় দুপুর ১২টা) সিডনীর কিংসফোর্ড স্মিথ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। এসময় অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. সুফিউর রহমান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে নারী শিক্ষা এবং নারী উদ্যোক্তা সৃষ্টিতে নেতৃস্থানীয় ভূমিকা পালনের জন্য যুক্তরাষ্ট্র ভিত্তিক ‘গ্লোবাল সামিট অব উইমেন’ সম্মাননায় ভূষিত করা হয়। সূত্র: বাসস

 

আজকের বাাজার/এমএইচ