দেশে ফিরেছেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ সিঙ্গাপুরের হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে শনিবার রাতে দেশে ফিরেছেন। রাষ্ট্রপতির উপ-প্রেসসচিব এম আবুল কালাম আজাদ জানিয়েছেন, রাষ্ট্রপতি সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে শনিবার রাত প্রায় ১০টা ৪০ মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন।

তিনি বলেন, রাষ্ট্রপতি বিমানবন্দরে পৌঁছার পর অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, ডিপ্লোমেটিক কোরের ডিন, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধানগণ, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব, সংশ্লিষ্ট সচিবগণ, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ তাকে স্বাগত জানান। এর আগে সিঙ্গাপুরের চাঙ্গি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে বাংলাদেশের হাইকমিশনার মোস্তাফিজুর রহমান রাষ্ট্রপতিকে বিদায় জানান। রাষ্ট্রপতি আব্দুল হামিদ তার স্বাস্থ্য পরীক্ষার জন্য গত ৬ আগস্ট ঢাকা ত্যাগ করেন।

আজকের বাজার: এমএম/ ১৩ আগস্ট ২০১৭