আইপিএল খেলা শেষ হওয়ায় দেশে ফিরেছেন বাংলাদেশ দলের অধিনায়ক ও বিশ্ব অলরাউন্ডার সাকিবাল হাসান।
এবারের আসরে ব্যাট হাতে খুব একটা জ্বলে উঠতে না পারলেও বল হাত দারুণ খেলেছেন এই অলরাউন্ডার।
১৭ ম্যাচে ৮ ইকোনমিতে নিয়েছেন ১৪ উইকেট। ফাইনালে উঠলেও, শিরোপা জেতা হয়নি সাকিবের সান রাইজার্স হায়দ্রাবাদের।
ফাইনালে খেলতে পেরে খুশি সাকিবাল হাসান।
আরজেড/