দেশে এইচআইভি/এইডসে আক্রান্ত রোগী বাড়ছে। নতুন রোগীদের একটি বড় অংশ অভিবাসী কর্মী ও তাঁদের পরিবারের সদস্য। আগে ঝুঁকিপূর্ণ চার ধরনের জনগোষ্ঠীর মধ্যে নতুন রোগী বেশি পাওয়া গেলেও এই বছর সাধারণ মানুষের মধ্যে সংক্রমণ বেড়েছে।
২০১৯ সালে দেশে নতুন এইডস রোগী শনাক্ত করা হয়েছে। চলতি বছর এ রোগে আক্রান্তের সংখ্যা ৯১৯ জন।নতুন আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে মারা গেছেন ১৭০ জন।
এরমধ্যে বিবাহিতদের মধ্যে এইডস রোগীর সংখ্যা ৫৮৭ জন। রোহিঙ্গা জনগোষ্ঠী ১০৫ জন। এছাড়া ১৭৫ জন সিঙ্গেল, ১৭ জন ডিভোর্স, ১০ জন বিধবা ও চারজন ভিন্নমতের।
রোববার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এইডস দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের এসটিডি প্রোগ্রামের লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. শামিউল ইসলাম।
আজকের বাজার/লুৎফর রহমান