দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড গড়েছে সরকার। আজ বুধবার সচিবালয়ে এমনটাই জানিয়েছেন বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. আহমদ কায়কাউস।
তিনি জানান, মঙ্গলবার রাত এগারোটায় দেশের বিদ্যুৎ উৎপাদনের পরিমান ছিল ১০ হাজার ১ শ ৩৭ মেগাওয়াট। যা এখন পর্যন্ত সর্বোচ্চ উৎপাদনের রেকর্ড।
সচিব জানান, আগামী মাসে ১১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। এ সময় সাংবাদিকরা গত কয়েকদিন ধরে শহর ও গ্রামে হঠাৎ করে লোডশেডিং বাড়ার কারণ জানতে চাইলে বিদ্যুৎ সচিব জানান, গত কয়েকদিনের ঝড়ে গাছপালা ভেঙ্গে পড়ায় সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। যে কারণে কিছুটা লোডশেডিং হচ্ছে।
উল্লেখ, গত ১৯ মার্চ উৎপাদন ছিল ১০ হাজার ৮৪ মেগাওয়াট। তার আগের রেকর্ডটি ছিল ৯ হাজার ৭০০ মেগাওয়াট বিদ্যুৎ।
পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের তথ্য অনুযায়ী, ২৪ এপ্রিল রাতে ঢাকা অঞ্চলে ৩ হাজার ৭০৪ মেগাওয়াট, চট্টগ্রামে এক হাজার ৩৫, কুমিল্লায় ৮৬৮, ময়মনসিংহে ৪৯৩, সিলেটে ৩৮৫, রংপুরে ৬১৮, রাজশাহী এক হাজার ৭০, খুলনায় এক হাজার ১৯৭ ও বরিশালে ২৫৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয়।
সরকারের তথ্য অনুযায়ী, বর্তমান সরকারের দুই মেয়াদে বিদ্যুতের উৎপাদন ক্ষমতা ৩ গুণেরও বেশি বেড়েছে। সম্প্রতি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সংসদে জানান, বর্তমান সরকারের ক্ষমতা গ্রহণের পর থেকে এ পর্যন্ত ৮ হাজার ৮১৯ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৮৮টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হয়েছে। সরকারের যুগোপযোগী বাস্তবসম্মত টেকসই পরিকল্পনা ও উদ্যোগ গ্রহণের ফলে বিদ্যুৎ খাতে এ উন্নয়ন হয়েছে।
তিনি বলেন, ২০০৯ সালের জানুয়ারি থেকে গত বছরের ডিসেম্বর পর্যন্ত ২১ হাজার ৬৫৯ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ১১৪টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আর বর্তমানে মোট ১৩ হাজার ৭৭১ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৪৭টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণাধীন রয়েছে। এ বিদ্যুৎ কেন্দ্রগুলো ২০১৮ থেকে ২০২৪ সালের মধ্যে পর্যায়ক্রমে চালু হবে।
এস/