দেশে বেকার জনগোষ্ঠীর সংখ্যা ২৭ লাখ

বর্তমানে দেশে বেকার জনগোষ্ঠীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ লাখে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ শ্রমশক্তি জরিপের তথ্যানুযায়ী বর্তমানে দেশে কর্মক্ষম ১৪ লাখ পুরুষ ও ১৩ লাখ নারী বেকার।

আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বিবিএস কার্যালয়ে ২০১৬-১৭ অর্থবছরের শ্রমশক্তির জরিপ প্রকাশ করা হয়। বিশ্বব্যাংক ও বিবিএসের যৌথ উদ্যোগে ও আন্তর্জাতিক শ্রম সংস্থা-আইএলও’র মানদন্ডে এ জরিপ পরিচালনা করা হয়।

মানদন্ড অনুযায়ী যারা সপ্তাহে এক ঘন্টাও কাজ করার সুযোগ পান না তাদেরকে বেকার হিসেবে ধরা করা হয়েছে। হিসাব অনুযায়ী ২০১০-১১ থেকে ২০১৫-১৬ অর্থবছর পর্যন্ত দেশে বেকারের সংখ্যা ২৬ লাখ থাকলেও পরবর্তীতে তা আরো ১ লাখ বেড়েছে।

এর মধ্যে উচ্চ শিক্ষিত বেকারের সংখ্যা সবচেয়ে বেশি ১১ দশমিক ২ শতাংশ। তবে একই সময়ে নতুন কর্মসংস্থান হয়েছে ১৩ লাখ লোকের। যেটা মূলত শিল্প ও সেবা খাত নির্ভর।

এ সময়ে কৃষি খাতে ৭ লাখ লোকের কর্মসংস্থান কমেছে। অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও অর্থপ্রতিমন্ত্রী উপস্থিত ছিলেন।

এস/