বাংলাদেশে ধান উৎপাদন বেশি হওয়ায় ভারত থেকে চাল আমদানি কমে গেছে। এর প্রেক্ষিতে ২০১৮-১৯ অর্থবছরের এপ্রিল থেকে ফেব্রুয়ারি পর্যন্ত নয় মাসে বেশ ধাক্কা খেয়েছে ভারতের চাল রফতানি। সরকারি তথ্য অনুযায়ী, নানা কারণে পণ্যটি রফতানি কমেছে ৯ দশমিক ৪ শতাংশ।
বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে ভারতের চালের বড় ক্রেতা বাংলাদেশ। দেশটিতে এ সময় বাম্পার ফলন হওয়ায় ভারতের রফতানি ধাক্কা খেয়েছে। এতে আরও প্রভাব ফেলেছে চীন, আফ্রিকার নানা দেশে চাহিদা কমে যাওয়া।
ভারতের কেন্দ্রীয় কৃষি ও প্রক্রিয়াজাত পণ্য রফতানি উন্নয়ন পর্ষদের হিসাব অনুযায়ী, রুপির অঙ্কে চাল রফতানি কমে দাঁড়িয়েছে ৪৫ হাজার ১১৪ কোটিতে।