বর্তমানে দেশে মোট ১০ কোটি ৪১ লাখ ৪২ হাজার ৩৮১ জন ভোটার রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহহমদ।
আগারগাঁওস্থ নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে বুধবার ৩১জানুয়ারি দুপুরে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে এ তথ্য জানান তিনি।
আইন অনুযায়ী, ৩১ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে। সে লক্ষ্যে গত বছরের ২৫ জুলাই থেকে দেশব্যাপী ভোটার তালিকা হালনাগাদ শুরু করে নির্বাচন কমিশন।
২০১৭ সালে যেখানে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটার কম ছিল ৯ লাখ ৭২ হাজার। এবছর সেই ব্যবধান প্রায় ১ লাখ কমেছে বলে আগেই জানায় নির্বাচন কমিশন।
আজকের বাজার:এসএস/৩১জানুয়ারি ২০১৮