দেশে ভোটের কোনো পরিবেশ নেই বলে মন্তব্য করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজ উদ্দিন খান। শনিবার ২৪ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবে ঢাকা ফোরাম আয়োজিত গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
এম হাফিজ উদ্দিন খান বলেন, বর্তমানে যে পরিবেশ তাতে ভোটের মাধ্যমে ভালো কিছু আশা করা যায় না।
তিনি বলেন, সুষ্ঠু ভোটের জন্য প্রয়োজন নির্বাচনের আগেই সংসদ ভেঙ্গে দেওয়া ও নির্বাচনের সময় সেনা মোতায়েন করা। কিন্তু সরকার নির্বাচনের দোহাই দিয়ে তা এড়িয়ে যাচ্ছে।
একটি দল নির্বাচনী প্রচার ও আরেক দল আদালতের বারান্দায় বারান্দায় ঘুরছে। এতে করে লেভেল প্লেইং ফিল্ড সৃষ্টি হচ্ছে না বলেও মন্তব্য করেন তত্ত্বাবধায়ক সরকারের এ সাবেক উপদেষ্টা।
গোলটেবিল বৈঠকে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিষ্টার মইনুল হোসেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ।
আরএম/