২০১৯-২০ অর্থবছরে দেশে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। এক মাসে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড হয়েছে জুনে।
একইসঙ্গে ৩৬ বিলিয়ন ডলার ছাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ। তবে একে সাময়িক বলে দাবি করে অর্থনীতিবিদরা জানান, করোনার কারণে হুন্ডি বন্ধ থাকায় ও প্রবাসীরা ঈদের আগে পরিবারের জন্য বাড়তি টাকা পাঠানোতে বেড়েছে রেমিট্যান্স।
করোনাভাইরাসের মধ্যেই রিজার্ভের এ মাইলফলক, বিদেশি ঋণ পেতে সহায়ক হবে বলে মত বিশ্লেষকদের।