পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আমলে দেশে শিক্ষার অগ্রগতি সাধিত হচ্ছে আশাতীতভাবে। আজ দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে সুনামগঞ্জ জেলা শহরে একটি আনন্দ র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়, আনন্দ র্যালি পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে অনুষ্টিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আ. আহাদ। এতে বক্তব্য রাখেন সংসদ সদস্যা ড. জয়া সেন গুপ্তা, মুহিবুর রহমান মানিক এমপি, মোয়াজেম্ম হোসেন রতন এমপি ,পীর ফজলুর রহমান এমপি ও সংরক্ষিত মহিলা আসনের এমপি শামীমা শাহরিয়া।
মন্ত্রী মান্নান আরো বলেন, সত্যিকার অর্থে বর্তমান সরকার একটি শিক্ষা বান্ধব সবকার। আগের যেকোন সরকারেরর আমল থেকে শেখ হাসিনার সরকারের আমলে দেশে নিরক্ষরতার হার বেশি কমছে এবং শিক্ষার হার বাড়ছে। শিক্ষার হার বৃদ্ধির সাথে সাথে শিক্ষার গুণগত মানও বাড়ছে। সভায় অন্যান্য বক্তারা সুনামগঞ্জে প্রস্তাবিত বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মন্ত্রিসভায় অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানকে অভিনন্দন জানান। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান