দেশে সুশাসন নেই : দুদক চেয়ারম্যান

ছবি : ইন্টারনেট

দেশে সুশাসন নেই; দুর্নীতিই এর প্রধান অন্তরায় বলে মন্তব্য করেছেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তিনি বলেন, জনগণ যদি না চায় শুধু দুদকের মাধ্যমে দুর্নীতি দমন সম্ভব নয়।

সোমবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘সনাক-স্বজন, ইয়েস-ইয়েস ফ্রেন্ডস, ওয়াইপ্যাক’ জাতীয় সম্মেলনে তিনি একথা বলেন। দুদককে জনগণের প্রতিষ্ঠান উল্লেখ করে, চেয়ারম্যান বলেন, দুর্নীতি দমনে নিজেদের কৌশলে এগিয়ে যাচ্ছে কমিশন; অচিরেই জনগণ এর প্রতিফল দেখতে পারবে।

দুদক চেয়ারম্যান বলেন, আমরা ক্ষমতাবানদের আইনের আওতায় আনতে পেরেছি, সেই দৃষ্টান্ত স্থাপন করেছি। তবে আমাদের প্রত্যাশার সাথে অর্জনে এখনও ফারাক আছে। একটা গ্রাউন্ড তৈরি করছি, অচিরেই দেখতে পারবেন একসাথে অনেকেই দুদকের জালে আটকা পড়ছে।

ইকবাল মাহমুদ বলেন, উঁচু তলার মানুষ নীচের তলার মানুষদের মানুষ বলে মনে করেন না। ক্ষমতাবানরা ক্ষমতাহীনদের পদপিষ্ট করে জীবনকে উপভোগ করতে চায়।

আরএম/