গত ২৪ ঘণ্টায় দেশে ৭০৬ জনের মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
অনলাইন ব্রিফিংয়ে নতুন করে মৃত্যুর তথ্য জানানো হয়নি, তবে পড়ে জানানো হবে জানিয়েছেন তিনি।
ডা. নাসিমা আরও জানান, গত ২৪ ঘণ্টায় মোট ৬ হাজার ৩৮২টি নমুনা সংগ্রহ করা হয়। এরমধ্যে ৫ হাজার ৮৬৭টি নমুনা পরীক্ষা করা হয়।
নতুন করে ৭০৬ জনসহ দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ১২ হাজার ৪২৫ জনে দাঁড়াল।
নাসিমা সুলতানা আরও জানান, নতুন মারা যাওয়া তিনজনের মধ্যে দুজন পুরুষ এবং একজন নারী। দুজন ঢাকার।
গত বুধবার পর্যন্ত দেশে করোনাভাইরাসেন মৃতের সংখ্যা ছিল ১৮৬ জন।
এছাড়া, বৃহস্পতিবার পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১০৩ জন সুস্থ হয়েছেন এবং দেশে মোট সুস্থ হয়েছে, ১ হাজার ৯১০ জন সুস্থ হয়েছেন।
এদিকে, মহামারি করোনাভাইরাসে বুধবার সকাল পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ২ লাখ ৫৮ হাজার ৩০৬ জনে দাঁড়িয়েছে।
নতুন আক্রান্তের সংখ্যা বাড়লেও বিশ্বব্যাপী আক্রান্তদের মধ্যে বর্তমানে স্থির অবস্থায় রয়েছেন ৯৮ শতাংশ।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বর্তমানে কোভিড-১৯ সংক্রমিত ২২ লাখ ২৬ হাজার ৫৬৭ জনের মধ্যে ২১ লাখ ১৭ হাজার ৩১৯ জন স্থির অবস্থায় রয়েছেন।
এছাড়া, ৪৯ হাজার ২৪৮ জন গুরুতর অবস্থায় রয়েছেন, যা মোট রোগীর মাত্র দুই শতাংশ।
গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত কোভিড-১৯ এ মোট আক্রান্ত হয়েছেন ৩৭ লাখ ২৬ হাজার ৭৯৭ জন। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত ১২ লাখ ৪১ হাজার ৯২৪ জন সুস্থ হয়ে উঠেছেন।