দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আরও পাঁচজনের মৃত্যুর মধ্য দিয়ে বৃহস্পতিবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৮ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মোট ৪৯৬৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আরও ৫৬৪ জনের করোনা শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৬৬৭ জনে।
নাসিমা সুলতানার দেয়া তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করা পাঁচজনের মধ্যে তিনজন পুরুষ এবং দুজন নারী।
নতুন করে ১০ জনসহ মোট ১৬০ জন সুস্থ হয়েছেন বলে জানান তিনি।