ত্রৈমাসিক শ্রমশক্তি জরিপ ২০১৫-১৬ (Quarterly Labour Force Survey 2015-16)-এর রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে মোট বেকারের সংখ্যা ২৫ লাখ ৮৭ হাজার।
১৫ জুন বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে জাহান আরা বেগম সুরমার (মহিলা আসন-২১) এক লিখিত প্রশ্নের জবাবে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তথ্য জানান।
বেগম মাহজাবীন মোরশেদের (মহিলা আসন-৪৫) অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সর্বশেষ আদমশুমারি ও গৃহগণনা ২০১১ সালে অনুষ্ঠিত হয়েছে। সে হিসেব অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যা ১৪ কোটি ৯৭ লাখ ৭২ হাজার ৩৬৪ জন। ২০২১ সালে ৬ষ্ঠ আদমশুমারি ও গৃহগণনা অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে।
মাহফুজুর রহমানের (চট্ট্রগ্রাম-৩) এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশ থেকে শতভাগ দারিদ্র্য দূরীকরণ, সবার জন্য খাদ্য নিশ্চিতসহ নিম্ন আয়ের জনগণের ভাগ্যের উন্নয়নে সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। আওয়ামী লীগ সরকার ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উচ্চ মধ্যম আয়ের দেশ পেরিয়ে একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ, সুখী এবং উন্নত জনপদে পরিণত করার ব্যাপারে দৃঢ় সংকল্পবদ্ধ।
আজকের বাজার:এলকে/এলকে/ ১৫ জুন ২০১৭