দেশে ৮ কোটির বেশি মানুষ ইন্টারনেট ব্যবহার করে

দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা আট কোটির মাইলফলক অতিক্রম করেছে। চলতি ২০১৭ সালের নভেম্বর মাস শেষে দেশে কার্যকর ইন্টারনেট সংযোগ সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ১ লাখ ৬৬ হাজারে।

বুধবার ২০ ডিসেম্বর বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ওয়েবসাইটে ইন্টারনেট ব্যবহারকারীর এই তথ্য হালানাগাদ করা হয়েছে।

বিটিআরসির তথ্য অনুযায়ী, নভেম্বর মাসের শেষে দেশে কার্যকর ইন্টারনেট সংযোগ ৮ কোটি ১ লাখ ৬৬ হাজার হয়েছে। এর মধ্যে ৭ কোটি ৪৭ লাখ ৩৬ হাজার মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী।

আর আইএসপিদের সংযোগসংখ্যা ৫৩ লাখ ৪২ হাজার এবং ওয়াইম্যাক্সের সংযোগ ৮৮ হাজার। গত অক্টোবর মাসের হিসাবে দেশে ইন্টারনেট ব্যবহারকারী ছিল ৭ কোটি ৯৭ লাখ ৮৯ হাজার।


এদিকে বিটিআরসির ওয়েব সাইটে দেখা গেছে, দেশে সক্রিয় মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা ১৪ কোটি ৩১ লাখ ৬ হাজার।

এর মধ্যে গ্রামীণফোনের ৬ কোটি ৪৯ লাখ ৫৯ হাজার, রবি আজিয়াটার ৪ কোটি ১৩ লাখ ৯৭ হাজার, বাংলালিংকের ৩ কোটি ২৩ লাখ ৩০ হাজার, টেলিটকের ৪৪ লাখ ১৯ হাজার গ্রাহক রয়েছে।

তিন মাসের মধ্যে যদি কোনো ব্যক্তি ইন্টারনেট ব্যবহার করেন, তাকে সক্রিয় ব্যবহারকারী হিসেবে গণ্য করা হয় বলে বিটিআরসির ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে।

আজকের বাজার: এলকে/ ২০ ডিসেম্বর ২০১৭