গোটা দেশে ধুমধাম করে পালন করা হোক গান্ধী জয়ন্তী। সেই সঙ্গে সুস্থ থাকুন, ফিট থাকুন। দেশকে স্বচ্ছ রাখুন। মনকেও রাখুন স্বচ্ছ। গান্ধী জয়ন্তীতে এভাবেই বার্তা দিলেন সালমান খান।
গান্ধী জয়ন্তীতে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এভাবেই বার্তা দিলেন ভক্তদের।
বর্তমানে দাবাং থ্রি-এর শ্যুটিং শুরু করেছেন সালমান খান। এই সিনেমায় সালমানের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন সোনাক্ষী সিনহা এবং সাই মঞ্জরেকর। সালমানের সিনেমা দিয়েই বলিউডে পা রাখছেন মহেশ মঞ্জরেকরের মেয়ে সাই মঞ্জরেকর।
তবে এই সিনেমার পরিচালনা কে করছেন, সে বিষয়ে স্পষ্টভাবে কিছু জানা যায়নি। পাশাপাশি এই সিনেমায় এবারও কোনও ধামাকাদার আইটেম নম্বর থাকছে কি না, সে বিষয়েও কিছু স্পষ্ট নয়।
আজকের বাজার/লুৎফর রহমান