পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের দেশ গার্মেন্টসের লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত পরিচালনা পর্ষদের বোর্ড সভা স্থগিত করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, অনিবার্য কারণে কোম্পানিটির বোর্ড সভা স্থগিত করা হয়েছে। পরবর্তীতে কোম্পানিটির বোর্ড সভার নতুন তারিখ ও সময় কোম্পানির পক্ষ থেকে জানিয়ে দেয়া হবে।
উল্লেখ্য, মঙ্গলবার ৫ অক্টোবর বিকাল ৩টায় কোম্পানিটির বোর্ড সভার তারিখ নির্ধারিত ছিল।