“চিৎকার করে বল, আমি যা কিছু করি শুধু নিজের জন্য নয়! আমার একান্ত ভালোবাসার মানুষ গুলোর জন্য। শত কষ্টের সরণী বেয়ে ইতিহাস রচ তুমি। শ্রদ্ধায় নত মানুষের মনে”। ওপরের হেডলাইন নিছক দৃষ্টি পাঠকদের দৃষ্টি আকর্ষণের নিমিত্তি।
‘দেহবাবসায়ী’র কপাল জুড়ে তকমা, তুই নষ্ঠা! তুই ভ্রষ্ঠা, তুই আরো কতো কী? নিয়ম মেনে প্রকৃতিক খেয়ালে সব কিছু বদলায়, শুধু বদলায় না মেয়েদের ভাগ্য! যে ভাগ্যের ফেরে নেহাল দত্তের গল্পের নায়িকা শরীরের ব্যবসায় নেমেছে।
ভালোবাসে ঘর বেঁধেছিল ওরা দু’জন। সে সময় ওদের দেখে হেসে ছিল নিয়ত। দু’দিন আনন্দ! তারপর কে জানত তাদের ভালোবাসায় ছোবল বসাবে ক্যানসার। অসহায় কপতি পাশে পায় না কাউকে। তাই ভালোবাসাকে বাঁচাতে সে বিকিয়ে দেয় নিজেকে। যার জন্য সর্বস্ব নিয়ে বসে ছিল, তার জন্য লুটিয়ে দিল নিজেকে। ‘এ তুমি কেমন তুমি’-ট্রেলার দেখাল এক অন্য ভালোবাসার কাহিনি।
ছবির নারী চরিত্রটি প্রিয়াঙ্কা সরকার। নায়িকার বিপরীতে রয়েছে রিজওয়ান রাব্বানী শেখ৷ এ ছাড়াও অভিনয় করছেন কৌশিক বন্দোপাধ্যায়, লাবনী সরকার, সুমিত গঙ্গোপাধ্যায়, প্রসূণ গায়েন এবং পার্থ সারথী চক্রবর্তীর মতো অভিনেতারা৷
ছবিটি পরিচালনা করছেন নিহাল দত্ত৷ প্রযোজক মনজার হোসেন খান৷ ‘এ তুমি কেমন তুমি’ মুক্তি পাবে চলতি বছরেই৷
এস/