দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িক বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। বৈরী ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ২১ জেলার এ প্রবেশদ্বার বন্ধ রাখা হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে এ রুটে ফেরি চলাচল বন্ধ করা হয়। ফেরি চলাচল বন্ধ থাকায় নদীর দুই প্রান্তে ছোটি বড় যানবহনের বিশাল সিরিয়াল রয়েছে বলে জানা যায়।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) মো. শফিকুল ইসলাম জানান, বৈরী আবহাওয়ার কারণে ফেরি চলাচল সাময়িক ভাবে বন্ধ রয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে। বর্তমানে এ রুটে প্রায় ছোট বড় ১৬টি ফেরি চলাচল করছে।

আজকের বাজার/ এমএইচ