দেড় ঘণ্টায় লেনদেন ১৮১ কোটি টাকা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২২ অক্টোবর রোববার মূল্য সূচকের সামান্য উত্থানে লেনদেন চলছে। তবে রোববার লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর কমেছে। এদিন বেলা ১২টা পর্যন্ত ডিএসইতে ১৮১ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, এই সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩০১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯৭টির, কমেছে ১৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৪টির।

ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৪৫ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩৩২ পয়েন্টে। ডিএস৩০ সূচক দশমিক ১৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৮৮ পয়েন্টে।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের দেড় ঘণ্টায় ৫ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) ৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৭০৯ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৬১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৫১টির, কমেছে ৮৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির।

আজকের বাজার:এলকে/এলকে ২২ অক্টোবর ২০১৭