ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২ অক্টোবর সোমবার মূল্য সূচকের মিশ্রাবস্থায় লেনদেন চলছে। সোমবার লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দরপতন হয়েছে। এদিন বেলা ১১টা ৫১ মিনিট পর্যন্ত ডিএসইতে ৩১৭ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, এই সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৯৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯০টির, কমেছে ১৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির।
ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৯৫ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ১৬ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৩৪৫ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৮৩ পয়েন্টে।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের দেড় ঘণ্টায় ১৮ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) ৫২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৯৩৩ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৪৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৫০টির, কমেছে ৮৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টির।
আজকের বাজার:এলকে/এলকে/ ২ অক্টোবর ২০১৭