ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১২ নভেম্বর রোববার মূল্য সূচকের মিশ্রাবস্থায় লেনদেন চলছে। রোববার লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দরপতন হয়েছে। এদিন বেলা ১২টা ২ মিনিট পর্যন্ত ডিএসইতে ৪১৫ কোটি ৯৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, এই সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩১০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২১টির, কমেছে ১৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টির।
ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২০৯ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৩৪০ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২৪৮ পয়েন্টে।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের দেড় ঘণ্টায় ১৫ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) ৭৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ২৭৫ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৬২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭৫টির, কমেছে ৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির।
আজকের বাজার:এলকে/এলকে ১২ নভেম্বর ২০১৭