ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৮ সেপ্টেম্বর সোমবার মূল্য সূচকের উত্থান-পতনে লেনদেন চলছে। তবে এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। বেলা ১২টা পর্যন্ত ডিএসইতে ৬৩৪ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, এই সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩১৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৪৮টির, কমেছে ১২২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টির।
ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক দশমিক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৪০ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৩৮৫ পয়েন্টে। ডিএস৩০ সূচকও ৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২১৯ পয়েন্টে।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের দেড় ঘণ্টায় ২৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ৩৭৭ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২০২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮৩টির, কমেছে ৯০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির।
আজকের বাজার : এলকে/এলকে ১৮ সেপ্টেম্বর ২০১৭