সূচকের উত্থানে লেনদেন চলেছে দেশের উভয় পুঁজিবাজারে। কিন্তু লেনদেনে কিছুটা ধীর গতি তেখা যাচ্ছে। দেড় ঘন্টায় ঢাকা এক্সচেঞ্জে লেনদেন ছাড়িয়েছে ২৫১ কোটি টাকা।
বাজার বিশ্লেষণ করে দেখা গেছে, আজ বেলা ১২ টা ১০ মিনিটে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক (ডিএসইএক্স) ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৫ হাজার ৭৪২ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ ইনডেক্স ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩১২ পয়েন্টে। ডিএস৩০ ইনডেক্স প্রায় ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৯৫ পয়েন্টে। আর এসময় মোট লেনদেন হওয়া ৩৩১ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৫টির, দর কমেছে ১৩০ টির, আর অপরিবর্তিত রয়েছে ৫৬টির।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এসময় মোট লেনদেন ছাড়িয়েছে ৪ কোটি ৭০ লাখ টাকা। সিএসইর সার্বিক মূল্যসূচক (সিএএসপিআই) বা অল শেয়ার প্রাইস ইনডেক্স ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ৫৭৫ পয়েন্টে। লেনদেন হওয়া ১৬৩ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর কমেছে ৭০টির, দর বেড়েছে ৫৭ টির আর অপরিবর্তিত অবস্থায় রয়েছে ৩৬টির দর।
আজকের বাজার/মিথিলা