ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার ২৮ নভেম্বর মূল্য সূচকের উত্থান-পতনে লেনদেন চলছে। এদিন লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। এদিন বেলা ১২টা ১০ মিনিট পর্যন্ত ৩১৮ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, এই সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩১৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৬৯টির, কমেছে ৯৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টির।
ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩০৪ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৫৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩৮৬ পয়েন্টে। ডিএস৩০ সূচক ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২৬৫ পয়েন্টে।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের এই সময়ে ১৭ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) ১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ৫২৫ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৯৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০০টির, কমেছে ৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির।
আজকের বাজার: আরআর/ ২৮ নভেম্বর ২০১৭