দেড় ঘন্টায় লেনদেন ৩৬৬ কোটি

সূচকের পতনে লেনদেন চলেছে দেশের উভয় পুঁজিবাজারে। দিনের শুরু থেকে এখন পর্যন্ত নিম্নমূখী প্রবনতায় চলছে লেনদেন। দেড় ঘন্টায় ঢাকা এক্সচেঞ্জে লেনদেন ছাড়িয়েছে ৩৬৬ কোটি ৩২ লাখ টাকা।

বাজার বিশ্লেষণ করে দেখা গেছে, আজ বেলা ১২ টা ১৫ মিনিটে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক (ডিএসইএক্স) ১৩ পয়েন্ট কমে অবস্থান করে ৫ হাজার ৭৬২ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ ইনডেক্স ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩১০ পয়েন্টে। ডিএস৩০ ইনডেক্স প্রায় ৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৯৯৬ পয়েন্টে। আর এসময় মোট লেনদেন হওয়া ৩৩৮ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর কমেছে ১৩২ টির, বেড়েছে ১৭১টির, আর অপরিবর্তিত রয়েছে ৩৫টির।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এসময় মোট লেনদেন ছাড়িয়েছে ১৪ কোটি টাকা। সিএসইর সার্বিক মূল্যসূচক (সিএএসপিআই) বা অল শেয়ার প্রাইস ইনডেক্স ২০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ৬৩৩ পয়েন্টে। লেনদেন হওয়া ১৮৯ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর কমেছে ৮৮ টির, দর বেড়েছে ৮৮ টির আর অপরিবর্তিত অবস্থায় রয়েছে ২৭ টির দর।

 

 

আজকের বাজার/মিথিলা