গ্রীষ্মকালীন অবকাশ, শব-ই-কদর, জুমাতুল বিদা এবং ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রায় দেড় মাসের (৪০ দিন) ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। আজ রোববার থেকে এ ছুটি শুরু হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার সূত্রে বিষয়টি জানা গেছে।
সূত্র জানায়, রোববার (২০ মে) থেকে এ ছুটি শুরু হবে। ছুটি চলবে ২৮ জুন বৃহস্পতিবার পর্যন্ত। শুক্র-শনিবার সাপ্তাহিক বন্ধ হওয়ায় রোববার (১ জুলাই) থেকে যথারীতি বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক কার্যক্রম শুরু হবে।
ছুটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়ে হল কর্তৃপক্ষ। তবে যাদের পরীক্ষা সন্নিকটে তারা হলে থাকার বিশেষ অনুমতি পাবে।
রাসেল/