নারায়ণগঞ্জ সদর উপজেলায় দেয়াল ভাঙার সময় এর নিচে চাপা পড়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো দুজন। স্থানীয়দের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন।
তিনি জানান, ২৩ অক্টোবর সোমবার সকাল সাড়ে ১০টার দিকে পাগলা বাজারের শান্তিনিবাস এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হল - পাগলা এলাকার সাইফুল ইসলামের মেয়ে লামিয়া (১২), লাবণী (৮) ও লিমা (৩)।
ওসি কামাল বলেন, ‘এলাকাবাসীরা জানিয়েছে- ওই এলাকার চান মিয়ার বাড়ির পুরনো সীমানা প্রাচীর ভাঙার কাজ চলছিল। এ সময় সেখানে খেলাধুলা করছিল তিন বোনসহ কয়েকজন শিশু। হঠাৎ দেয়াল ধসে পড়লে তিন বোন ঘটনাস্থলেই মারা যায়।’
তিনি বলেন, ঘটনার পরপরই পুলিশ পাঠানো হয়েছে। তবে দেয়ালের মালিকপক্ষের কাউকে পাওয়া যায়নি। পুলিশ ঘটনা তদন্ত করছে।
আজকের বাজার:এলকে/এলকে ২৩ অক্টোবর ২০১৭